ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

প্রেমের বিয়ে, মেনে না নেওয়ায় তরুণীর আত্মহত্যা হারবাংয়ে

চকরিয়া সদর প্রতিনিধি :: চকরিয়ায় প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় তাজমিন বেগম (১৮) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ৯ নম্বর ওয়ার্ড কোরবানীয়াঘোনা গ্রামে পিতার বাড়িতে এ ঘটনা ঘটে। তাজমিন বেগম ওই গ্রামের আলী আকবরের মেয়ে।

স্থানীয় লোকজন জানায়, হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সামাজিক পাড়ার বাসিন্দা নুরুল হোসেনের ছেলে জাবেদুল ইসলামের সাথে প্রেমের সম্পর্ক ছিল ওই তরুণীর। তিনমাস আগে পরিবারের অমতে দু’জনই পালিয়ে বিয়ে করেন।

এ নিয়ে দুইজনের পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। কোন পক্ষই এই বিয়ে মেনে নিতে রাজি নয়। গত এক মাস ধরে তাজমিন বেগম পিতার বাড়িতে অবস্থান করছে।  আজ বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে ঘরের চালার সাথে রশি বেঁধে গলায় প্যাঁচ দিয়ে আত্মহত্যা করে তাজমিন।

পাঠকের মতামত: