ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রী আজ চট্টগ্রাম আসছেন

image_151150_0.pngনিজস্ব প্রতিবেদক :::

ঢাকা: বাংলাদেশ নৌ-বাহিনীর জন্য যুক্তরাষ্ট্র ও চীন থেকে আনা তিনটি যুদ্ধজাহাজের কমিশনিং অনুষ্ঠানে যোগ দিতে আজ চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল ১১টার দিকে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম পৌছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এরপর তিনি নগরীর পতেঙ্গা এলাকায় ঈশা খাঁ নৌ ঘাঁটিতে কমিশনিং অনুষ্ঠানে যোগ দেবেন। পাশাপাশি, নৌ-বাহিনীর বিশেষ স্কোয়াড সোয়ার্ডস ও মেরিটাইম হেলিকপ্টারের অংশগ্রহণে বিশেষ মহড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কয়েক মাস আগে, নৌ-বাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র থেকে ফ্রিগেট বিএনএস সমুদ্র অভিযান এবং চীন থেকে মিসাইল ফ্রিগেট বিএনএস স্বাধীনতা ও বিএনএস প্রত্যয় নামে তিনটি জাহান আনা হয়।

এ যুদ্ধজাহাজ তিনটি আজ আনুষ্ঠানিকভাবে নৌ-বাহিনীর বহরে যুক্ত হচ্ছে ।

পাঠকের মতামত: