অনলাইন ডেস্ক :: প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ‘বীর বিক্রম’ উপাধি পাওয়া এই সেনা কর্মকর্তার বয়স হয়েছিল ৫৯ বছর।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ১৭ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৫টা ১৩ মিনিটে তার মৃত্যু হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।
১৯৭৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়া জয়নুল আবেদীন প্রধানমন্ত্রীর সামরিক সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন ২০১১ সালের ২১ নভেম্বর থেকে।
জানা গেছে, তিনি সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার প্রতি শোক বার্তা প্রকাশ করেন। এছাড়া তার পরিবার দেশবাসীর কাছে তার জন্য দোয়া করতে অনুরোধ করেছেন।
পাঠকের মতামত: