মর্জিনা আকতার
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার :: পুলিশ পরিদর্শক মর্জিনা আকতার কক্সবাজারের উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে গতকাল বৃহস্পতিবার দায়িত্ব নিয়েছেন। এর মধ্য দিয়ে জেলার ১১ থানার মধ্যে প্রথম নারী ওসি পেল কক্সবাজার। এর আগে তিনি কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন। ২০০৩ সালে পুলিশের উপপরিদর্শক পদে যোগ দেন মর্জিনা।
চকরিয়া নিউজকে তিনি বলেন, ‘আমার প্রথম কাজ উখিয়াকে মাদক-ইয়াবামুক্ত করা। এ ছাড়া রোহিঙ্গা শিবিরগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে আমি সর্বশক্তি নিয়োগ করব।’ প্রসঙ্গত, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুরকে কক্সবাজার জেলা পুলিশে বদলি করা হয়েছে।
পাঠকের মতামত: