ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

প্রচ্ছদ প্রতিবেদনে মিশেল ওবামা

39988_mitchelঅনলাইন ডেস্ক ::;

ধীরে ধীরে ফুরিয়ে আসছে দিন। আর মাত্র দু’মাসের মতো সময় আছে। এরপরই দীর্ঘ আট বছরের প্রেমে জড়িয়ে পড়া হোয়াইট হাউজ ছাড়তে হবে প্রেসিডেন্ট বারাক ওবামা, ফার্স্ট লেডি মিশেল ওবামা ও তাদের দু’মেয়ে মালিয়া, শাশাকে। এ সময়ে হোয়াইট হাউজের সঙ্গে কি সম্পর্ক গড়ে উঠেছে তা সবিস্তারে বলেণেন মিশেল ওবামা। তার সেই বর্ণনা নিয়ে তৃতীয়বারে মতো প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করছে ‘ভৌগ’ ম্যাগাজিন। এতে দেখা যায় মিশেল ওবামা হোয়াইট হাউজের সাউথ লনের বাগানে শায়িত অবস্থায় আছেন। তার চুল খোলা। ফুলের বাগান পাশে। তিনি বাম হাতের ওপর ডান হাত রেখে হাসছেন। এই প্রচ্ছদের পরেই ম্যাগাজিনটির ভিতরে তিনি বর্ণনা করেছেন হোয়াইট হাউজের ভিতরকার জীবনের নানা ঘটনা। হাসি আনন্দ, বেদনাÑ সব কথা। মিশেল বলেছেন, আপনিও জানেন আমাদের সামনে খুব কমই সময় আছে। সাউথ লন, ওয়াশিংটন মনুমেন্টের দিকে তাকিয়ে থাকি। যেন বৃষ্টি হচ্ছিল। সবুজ ঘাসগুলো বাস্তবেই জেগে উঠেছে তখন। সবকিছুতেই যেন প্রাণের স্পন্দন। এ এক চমৎকার সুন্দর। মুহূর্তেই চমকে ভাবি, ঘুম থেকে উঠে এমন দৃশ্য আমাকে মিস করতে হবে। আমি চাইলেই এমন দৃশ্য দেখতে পাবো না। এমনভাবেই তিনি আবেগ প্রকাশ করেছেন। বলেছেন, স্বামী যখন যেখানে তাকে নিয়ে যাবেন সেখানেই তার সঙ্গে মিশে থাকবেন তিনি। মিশেল বলেন, আমাকে আমার স্বামীর অনুরণনের সঙ্গে থাকতে হবে, তিনি যেখানেই থাকেন, তার যে অনুভবই হোক না কেন। আমার পরিবার যেখানে থাকবে তার সঙ্গেই আমাকে মিশে থাকতে হবে। আমি যে কাজ করি, তার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। মানুষ যেখানে তাদের জন্যই এই আমার অনুভূতি।
উল্লেখ্য, প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৯ সালে ক্ষমতায় আসার পর পরই একবার এই ম্যাগাজিনেই প্রথম তাকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করা হয়। এরপর ২০১২ সালে আবার তাকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশিত হয়। আর এবার তৃতীয়বার। এবারের প্রচ্ছদে ও ভিতরে যে ছবিগুলো তোলা হয়েছে তার ফটোগ্রাফার অ্যানি লেইবোনিটজ। ভার্সাস ও ক্যালোরাইলা হেরেরার ডিজাইনের পোশাক পরে তিনি পোজ দিয়েছেন ব্লু রুম ব্যালকনিতে, সাউথ পোর্টিকোর সিঁড়িতে।

পাঠকের মতামত: