ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

প্রকৃত মুসলমান কখনই আ’লীগ করতে পারে না -নুর

অনলাইন ডেস্ক :: আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের ধর্ম নিয়ে বেশ বাঁকা বক্তব্য দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর।

গত ১৪ এপ্রিল (বুধবার) বিকালে ফেসবুক লাইভে এসে তিনি বলেন, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সমর্থকরা প্রকৃত মুসলমান নয়। প্রকৃত কোন মুসলমান আওয়ামী লীগ করতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।

নুর বলেন, ‘তারা (আওয়ামী লীগ) মুসলমান না। তাদের কোন বিশ্বাস নেই। একটু খোঁজ নিয়ে দেখেন তাদের কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা।

একইসাথে কিছুদিন আগে সোনারগাঁওয়ে রিসোর্ট কান্ডে হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের ব্যাপারে তিনি বলেন, সরকারের চাল এবং আওয়ামী লীগ এটা পরিকল্পিতভাবে করছে।

নুর বলেন, ‘তারা (আওয়ামী লীগ) শরিয়াহ এবং সুন্নাহ অনুসারে নিজেদের জীবনযাপন করছে না।’ তার এই ভাষার সঙ্গে হেফাজতের বক্তব্যের মিল রয়েছে যারা শরিয়াহ আইন অনুসারে দেশ পরিচালনার জন্য আন্দোলন করে যাচ্ছে।

পাঠকের মতামত: