ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

পেকুয়া উপজেলা বিএনপি ও যুবদলের কমিটি ঘোষণা

Pekua Pic BNP 01-08-2017এম.জুবাইদ. পেকুয়া:

পেকুয়া উপজেলা বিএনপি ও যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা বিএনপির পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ০৬ (ছয়) সদস্যের (আংশিক) নতুন কমিটি অনুমোদন দেয়া হয়। গতকাল কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক পিপি এডভোকেট শামীম আরা স্বপ্না উক্ত কমিটি অনুমোদন করেছেন। জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসূফ বদরী গতকাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান। কমিটিতে সদর ইউপি চেয়ারম্যান বাহাদুর শাহকে সভাপতি, মাষ্টার জুবাইরকে সিনিয়র সহ-সভাপতি, ইকবাল হোছাইন কে সাধারণ সম্পাদক, শাহ নেওয়াজ মেম্বার কে যুগ্ম-সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি শাফায়েত আজিজ রাজু কে সাংগঠনিক সম্পাদক এবং যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুপ রুবেলকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়।

এদিকে পেকুয়া উপজেলা যুবদলের ৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে কক্সবাজার জেলা যুবদল। গতকাল কক্সবাজার জেলা যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। এতে টইটং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জেড এম মোসলেম উদ্দিনকে সভাপতি, উপজেলা ছাত্রদলের সভাপতি কামরান জাদিদ মুকুটকে সাধারণ সম্পাদক ও জয়নাল আবেদীনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। তাদেরকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে বলা হয়েছে।

পাঠকের মতামত: