ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

পেকুয়া উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

বার্তা পরিবেশক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি পেকুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) বাহাদুর শাহকে সভাপতি ও ইকবাল হোসাইনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না। রমিজ উদ্দিন আহমদ প্রধান উপদেষ্টা করে ৩০ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও রাখা হয়েছে। জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কমিটি নি¤œরূপ- বাহাদুর শাহ, সভাপতি পেকুয়া, মাষ্টার জোবাইর আহমদ সিনিয়র সহ-সভাপতি শিলখালী, মাষ্টার আরিফ আহমদ সহ-সভাপতি উজানটিয়া, আবু জাফর এম. এ সহ -সভাপতি রাজাখালী, আনোয়ার হোছাইন সিকদার সহ-সভাপতি রাজাখালী, আলহাজ্ব আবু বক্কর সহ-সভাপতি পেকুয়া, আশহাদুল ইসলাম বাবুল সহ-সভাপতি টৈটইং, ইকবাল হোছাইন সাধারণ সম্পাদক বারবাকিয়া, শাহনেওয়াজ আজাদ, যুগ্ম সম্পাদক পেকুয়া, রেজাউল করিম মিন্টু যুগ্ম সম্পাদক উজানটিয়া, আলী হোসেন সহ-সাধারণ সম্পাদক টৈটইং, ইসমাইল হোছাইন সিরাজীসহ-সাধারণ সম্পাদক বারবাকিয়া, শাফায়েত আজিজ রাজু সাংগঠনিক সম্পাদক মগনামা, ইউছুফ রুবেল সহ-সাংগঠনিক সম্পাদক পেকুয়া, আবুল কালাম সহ-সাংগঠনিক সম্পাদক শিলখালী, মোঃ আনছারুল্লাহ সহ-সাংগঠনিক সম্পাদক বারবাকিয়া, হারুন আর রশিদ মানিক সহ-সাংগঠনিক সম্পাদক মগনামা, মনজুরুল আলম দপ্তর সম্পাদক পেকুয়া, রমজান আলী সহ -দপ্তর সম্পাদক পেকুয়া, কুরবান আলী কোষাধক্ষ্য পেকুয়া, শাহাদাত হোছাইন চৌধুরী প্রচার সম্পাদক রাজাখালী, আবদুল মোনাফ সহ- প্রচার সম্পাদক পেকুয়া, আমানুল্লাহ আমান কৃষি বিষয়ক সম্পাদক মগনামা, আব্দুর রশিদ ক্রীড়া বিষয়ক সম্পাদক শীলখালী, শহিদুল্লাহ বাচ্চু সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক টৈটইং, সাবিনা ইয়াসমিন ঝিনু মহিলা বিষয়ক সম্পাদক পেকুয়া, শওকত আরা শেপু সহ-মহিলা বিষয়ক সম্পাদক রাজাখালী, লুৎফা হায়দার রনি স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক পেকুয়া, শরাফত উল্লাহ ওয়াসিম আপ্যায়ন বিষয়ক সম্পাদক মগনামা, নুরুল আজিম সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক টৈটং, এডভোকেট মীর মোশারফ হোসেন টিটু আইন বিষয়ক সম্পাদক উজানটিয়া, ইলিয়াছ মুন্সিসহ-আইন বিষয়ক সম্পাদক শিলখালী, জেড. এম. হাসান উদ দৌলাহ মিনার-মানবাধিকার বিষয়ক সম্পাদক বারবাকিয়া, শামসু উদ্দিন আহমদ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শিলখালী, ছিদ্দিক আহমদ এম.ইউ.পি শিল্প বিষয়ক সম্পাদক উজানটিয়া, জাফর আলম সাবেক এম.ইউ.পিত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক উজানটিয়া, আবু ছিদ্দিক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শিলখালী, নুর আহাম্মদ নুরী সহ-তথ্য ও গবেষনা সম্পাদক টৈটং, তোফাইল আহমদ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মগনামা, মাষ্টার আলমগীর প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদকপেকুয়া পূর্ব জোন, মাহমুদুল করিম ফারুখী সমবায় বিষয়ক সম্পাদক পেকুয়া, আনোয়ার হোসেন এমজারুল মৎস্য বিষয়ক সম্পাদক উজানটিয়া, সালাহউদ্দিন আহমদ সম্মানিত সদস্য পেকুয়া, এডভোকেট হাসিনা আহমেদ সম্মানিত সদস্য পেকুয়া, আবু তাহের চৌধুরী বাচ্চু মিয়া সদস্য পেকুয়া। সদস্য যথাক্রমে- শামশুউদ্দিন আহমদ চৌধুরী রাজাখালী, গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী রাজাখালী, হানিফ চৌধুরী রাজাখালী, মাষ্টার জয়নাল আবেদীন টৈটং, ফয়সাল চৌধুরী মগনামা, তৌহিদুল ইসলাম চৌধুরী উজানটিয়া, মাষ্টার ইউনুছ বারবাকিয়া, আবু কালাম (বিডিআর) টৈটং, মোস্তাক আহমদ সাবেক এম.ইউ.পিবারবাকিয়া, জাকের হোছাইন মগনামা, আছহাব উদ্দিন শিলখালী, ছরওয়ার কামাল সাবেক এম.ইউ.পি বারবাকিয়া, নুরুচ্ছাফা সাবেক এম. উ. পি টৈটং, আবু বক্কর ছিদ্দিক টৈটং, মোঃ ইসমাঈল টৈটং, আব্দুল মাবুদ হিরু টৈটং, আলী আকবর উজানটিয়া, মঈন উদ্দিন উজানটিয়া, নুরুল আজিম উজানটিয়া, ডাঃ রাহামত উল্লাহ উজানটিয়া, এনামুল হক উজানটিয়া, আবুল বশর বাবু, রাজাখালী, অলি আহমদ এম. ইউপি রাজাখালী, মনজুরুল আলম এম. ইউ. পি রাজাখালী, নুর মোহামদ এম. ইউ. পি মগনামা, শাহাব উদ্দিন এম. ইউ. পি বারবাকিয়া, আবদুল মালেক সাবক এম. ইউ. পি পেকুয়া পূর্ব জোন, আবু তাহের মনু সাবেক এম. ইউ. পি পেকুয়া পূর্ব জোন, আবু তালেব সাবেক এম. ইউ. পি পেকুয়া পূর্ব জোন, আজগর আলী সাবেক এম. ইউ. পি পেকুয়া পূর্ব জোন, শহিদুল ইসলাম পেকুয়া পূর্ব জোন, মাষ্টার খাইরুল আলম পেকুয়া পূর্ব জোন, নাগু সওদাগর পেকুয়া পূর্ব জোন, আব্দুল গফুর পেকুয়া পূর্ব জোন, ছাবের আহমদ মেস্ত্রি পেকুয়া পূর্ব জোন, নুরুল আবছার বদু সাবেক এম.ইউ.পি রাজাখালী, জিয়া উল হক জিয়া রাজাখালী, রুহুল আমিন সাবেক এম.ইউ.পি রাজাখালী, কাজী আকতার হোছাইন রাজাখালী, মৌঃ আনোয়ার হোছাইন রাজাখালী, মৌঃ আব্দুল করিম রাজাখালী, ফরিদা ইয়াসমিন বারবাকিয়া, মর্তুজা বেগম টইটং, সাদেকা বেগম টইটং, জোবাইদা বেগম টইটং, ফরিদা ইয়াসমিন পেকুয়া, ফরিদা জাহান পেকুয়া, নাছিমা আক্তার বারবাকিয়া, জায়তুন নেছা পেকুয়া পূর্ব, হাসিনা বেগম পেকুয়া পূর্ব, আজবাহার মগনামা, ফরিজা পারভিন পেকুয়া পশ্চিম, রোকেয়া বেগম উজানটিয়া, নবী হোছাইন শিলখালী, নুরুল ইসলাম পেকুয়া পশ্চিম, রফিকুল আলম পেকুয়া পশ্চিম।

পাঠকের মতামত: