ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

পেকুয়ায় ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

লাবণ্য রাণী পূজা, নিজস্ব প্রতিবেদক ::  কক্সবাজারের পেকুয়ায় ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। আজ সোমবার (২৬ আগস্ট) সকাল থেকে পেকুয়া উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে পূর্ব নির্ধারিত আলোচনা সভায় মিলিত হয়।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) উম্মে কুলছুম মিনু, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান,কক্সবাজার জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট কামাল হোসেন ও পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপন কুমার রায়।

এছাড়া পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজের উপাধ্যক্ষ মংকিউ রাখাইন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ছালামত উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম হাসান, সমাজ সেবা কর্মকর্তা ওসমান গনি, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আমির উল্লাহ সিকদার, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মৌলানা বদিউল আলম, উজানটিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধূরী, টৈইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধূরী, শিলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওয়াহিদুর রহমান ওয়ারেচি, বারবাকিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল শামা, সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজেম উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে ইমাম হোসাইন, শামশুদ্দিন, কাইছার উদ্দিন, গোলাম মোস্তফা, বাবলী রাণী সুশীল, অপরূপ দে, মো. সৈয়দ আলম, মোকাদ্দেস মো. রাসেল, মাহবুব আলম, মিজবাহ উদ্দিন, শাওন দেব, নাজনীন আক্তার, ইয়াসমিন জন্নাত, মোহাম্মদ ইসমাইল ও মিরশাদুল ইসলামসহ কৃষি বিভাগের লোকজন উপস্থিত ছিলেন। এবারের কৃষি মেলায় উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা নিয়ে ১৪টি স্টল অংশ নেয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

 

পাঠকের মতামত: