পেকুয়া প্রতিনিধি :: কক্সবাজারের পেকুয়ায় অবৈধ বালি উত্তোলব করায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ৩০ হাজার ঘনফুট বালি জব্দ করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।
রবিবার সকালে উপজেলার টৈটং ইউপির সোনাইছড়ি ঢালারমুখ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আসিফ আল জিনাত।
সহকারি কমিশনার (ভুমি) আসিফ আল জিনাত বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ এর অনুকূলে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং বালুর স্তুপে বিদ্যমান আনুমানিক ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করে সংশ্লিষ্ট ইউপি মেম্বারকে জিম্মাদার হিসেবে জিম্মা প্রদান করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাইছড়ি রমিজ পাড়াস্থ ঢালারমুখ এলাকার শফি আলম ও খোকন নামে দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে মেশিন বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছিল। ওই অবৈধ বালি উত্তোলন বন্ধ করার পাশাপাশি বালি জব্দ ও জরিমানা করা হল। জব্দকৃত বালিগুলো স্থানীয় ইউপি সদস্য শাহাব উদ্দিনের জিম্মায় দেয়া হল।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা ও পেকুয়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত: