ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

 পেকুয়ায় সংবর্ধিত হলেন সাংবাদিক আকরাম

পেকুয়া প্রতিনিধি ::

কক্সবাজারের মহেশখালী উপকূলে জলদস্যুর টেকনাফের ইয়াবা কারবারীদের স্বাভাবিক জীবনে ফিরে আনতে বিশেষ অবদান রাখায় শান্তি অগ্রদূত হিসেবে স্বীকৃতি পেলেন টিভি চ্যানেল টুয়েন্টিফোরের সাংবাদিক এস এম আকরাম হোসাইন। এ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য সংবর্ধনা, মফস্বলের বর্ষসেরা সংবাদ কর্মী ও গুণিজন সম্মাননা প্রদান অনুষ্টানের। বৃহষ্পতিবার সকাল ১১টায় পেকুয়া উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম দিদারুল করিমের সভাপতিত্বে ও দৈনিক প্রথম আলো পত্রিকার চকরিয়া প্রতিনিধি এস এম হানিফের সঞ্চালনায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সংবর্ধনা অনুষ্টান প্রমান করেছে সাংবাদিক আকরাম হোসাইন জেলার উপকূলের শান্তিতে আগামী প্রজম্মের প্ররেণা হিসেবে প্রদীপ জালাবে। তিনি আরো বলেন, সম্প্রতি সময়ে জেলার জলদস্যু ও ইয়াবা কারবারীদের আত্মসমর্পণের ঘটনা ঘটিয়ে যে নজির সৃষ্টি করেছে তা ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। ওই আলোচনা সভা শেষে সাংবাদিক আকরাম হোসাইনকে সংবর্ধিত অতিথি হিসেবে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু। এছাড়া ওইদিন শিক্ষা ক্ষেত্রে ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় অধ্যক্ষ ড. লায়ন সানা বউল্লাহ এবং প্রবীণ আওয়ামীলীগ নেতা, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য, পেকুয়া ইউনিয়নের সাবেক তিনবার নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট কামাল হোসেন কে সম্মাননা প্রদান করা হয়। এদিকে মফস্বলের বর্ষসেরা সংবাদ কর্মী হিসেবে প্রথম আলো চকরিয়া প্রতিনিধি এস এম হানিফ ও দৈনিক পূর্বকোণ মহেশখালী প্রতিনিধি সজিব হোবাইবকে বর্ষ শেরা সাংবাদিক হিসেবে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথি বৃন্দ। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ ড. লায়ন মোঃ সানা উল্লাহ, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এডভোকেট কামাল হোসেন, পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম আজম খাঁন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ও শহীদ জিয়া উর রহমান উপকূলীয় কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ ছাফওয়ানুল করিম ও উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি এইচ এম নুরুল আবছার প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম হাসান, জাতীয় শ্রমিকলীগ পেকুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত হোসেন, কক্সকবাজার উপকূলীয় স্ংাবাদিক পোরামেতর সাধারণ সম্পাদক মোঃ সজিব হোবাইব, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রেজাউল করিম, সিপ্লাস টিভির পেকুয়া প্রতিনিধি এফ.এম সুমন, বিজয় টিভির প্রতিনিধি সেলিম উদ্দিন, সাংবাদিক শহিদুল ইসলাম হিরু, সাংবাদিক সাজ্জাদুল ইসলাম, রেজাউল করিমসহ স্থানীয় জন প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও সমাজ প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: