ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষককে পিঠিয়ে কান ফেটে দিলেন দূর্বূত্তরা!

pekua-teacherপেকুয়া সংবাদদাতা :
কক্সবাজারের পেকুয়া উপজেলায় শ্রেণীকক্ষে ঢুকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক মিক্ষককে পিঠিয়ে কান ফেটে দিয়েছেন চিহ্নিত দূর্বূত্তরা। ঘটনাটি ঘটে, ১৪ অক্টোবর দুপুর সাড়ে ১২ টার দিকে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের সুতারচোরা সরকারী প্রাথমিমক বিদ্যালয়ে। আহত শিক্ষক মাষ্টার মুদাচ্ছের মুরাদ (৩৯) ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং পেকুয়া সদর ইউনিয়নের মৌলভী পাড়া গ্রামের মাষ্টার আহমদ হোসেনের পুত্র। এদিকে আহত অবস্থায় স্থানীয়রা ওই শিক্ষক উদ্ধার করে প্রথমে পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আহত শিক্ষক মাষ্টার মুদাচ্ছের মুরাদ জানান, বিদ্যালয়ের কিছু জায়গা দীর্ঘদিন ধরে জবর দখল করে রাখেন দাতা সদস্য আনোয়ার। বিদ্যালয়ের জায়গা দাতা সদস্যের কবল থেকে উদ্ধারের জন্য তিনি জনস্বার্থে গত কয়েক মাস পূর্বে পেকুয়ার ইউএনওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে অভিযোগটি তদন্তাধীন রয়েছে। এতেই ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন শনিবার দুপুরে সাড়ে ১২টার বিদ্যালয়ের দাতা সদস্য আনোয়ারের নেতৃত্বে একদল দূর্বূত্ত বিদ্যালয়ে প্রবেশ তার উপর হামলা করে। এসময় তিনি বিদ্যালয়ের ৩য় শ্রেণীতে শিক্ষার্থীদের মাঝে পাঠদান করছিলেন। শিক্ষক মাষ্টার মুদাচ্ছের মুরাদ আরো জানান, দূর্বূত্তরা প্রথমে ঢুকে তাকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। তিনি তাদের বাধা দিতে চেষ্টা করলে তারা আরো ক্ষিপ্ত হয়ে শক্ত বস্তুর মাধ্যমে আঞাত করে তার একটি কান ফেটে দিয়েয়েছেন। তিনি এ ঘটনায় তার উপর হামলাকারীদের গ্রেফতারপূর্বক প্রশাসনের কাছে বিচার দাবী করেছেন। অভিযোগের ব্যাপারে ওই বিদ্যালয়ের দাতা সদস্য আনোয়ারের সাথে মুঠোফোনে যোগযোগ করে বক্তব্য নেওয়ার জন্য চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

পাঠকের মতামত: