ঢাকা,শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে শিশু ধর্ষক নিহত

পেকুয়া প্রতিনিধি ::

পেকুয়ায় র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‍্যাব)-৭ এর সাথে বন্দুকযুদ্ধে আব্দুল হাকিম (৩০) নামের এক শিশু ধর্ষক নিহত হয়েছে।

মঙ্গলবার (২৪এপ্রিল) সকালে উপজেলার টইটং ইউনিয়নের নিতান্ত ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি চট্টগ্রামের বাশখালী উপজেলার শেখেরখিল এলাকার শামসুল আলমের ছেলে।

র‍্যাব সূত্র জানায়, বাশখালীর শেখেরখিল এলাকায় তৃতীয় শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণেন মূল অভিযুক্ত ছিল আব্দুল হাকিম। তাকে আটকে র‍্যাবের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। কিন্তু র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ধর্ষক ও তার সহযোগীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র‍্যাবের ছোড়া গুলিতে আব্দুল হাকিম নিহত হয়। পরে নিহত ধর্ষকের সহযোগীরা ১টি দেশীয় তৈরী বন্ধুক ও ৫রাউন্ড তাজা কার্তুজ ফেলে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। র‍্যাবের পক্ষ থেকে এজাহার দায়ের করা হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

পাঠকের মতামত: