ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় রাবারড্যাম অতিক্রম করে লবনাক্ত পানি, নষ্ট হতে পারে বোরো চাষ

এইচ এম রিয়াজ ::pekপেকুয়ায়  রাবারড্যামের সিমা অতিক্রম করে মিঠা পানির সাথে একাকার হচ্ছে সমুদ্রের লবনাক্ত পানি। গত দুইদিন ধরে চলছে এই অবস্থা। আর এ  লবনাক্ত পানি সেচ দেওয়াতে ফসলের মারাত্মক ক্ষতি হবে বলে জানিয়েছে স্থানীয় কৃষকরা। মাতামহুরী সেচ প্রকল্প ভোলা খালের উপরে নির্মিত এ রাবারড্যামের উপর নির্ভর করেই চাষ হয় উপজেলার বারবাকিয়া ও পেকুয়া সদর ইউনিয়নের অধিকাংশ জমিতে।

বারবাকিয়া বুধামাঝি ঘোনার স্থানীয় বাসিন্দা বেলাল উদ্দিন জানান, গতকাল জোয়ারের শ্রুত বেশি থাকায় রাবারড্যামের উপর দিয়ে প্রায় ২ ফুট সিমা অতিক্রম করে লবনাক্ত পানি ঢুকেছিল এবং আজকেও এপার ওপার সমান সমান হয়েছে। তিনি আরো বলেন, এ ব্যাপারে আমি কর্তব্যরত আনসার সদস্যকে জিজ্ঞেস করলে সে বিদ্যুৎ না থাকাকেই দায়ী করেন এবং বলেন, বিদ্যুৎ না থাকলে আমরা পাম্প দিতে পারি না, যার কারণে ড্যামের উচ্চতা ও আয়তন কমে যায় ফলে লবনাক্ত পানি ডুকে পড়ে।

তাই এলাকার চাষিরা তাদের ফসল বাচাতে প্রশাসন কে দ্রুত ব্যবস্থা নেয়ার জোর দাবী জানিয়েছেন।

পাঠকের মতামত: