ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় মনিরুজ্জামান ডাকাত গ্রেফতার

পেকুয়া প্রতিনিধি ::greptar

পেকুয়ায় রাজাখালী ইউনিয়নের দুর্ধর্ষ সন্ত্রাসী ও জলদস্যু মনিরুজ্জামান প্রকাশ মইন্যা ডাকাত (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানা পুলিশ পেকুয়া সদর ইউনিয়নের কলেজ গেইট চৌমুহনী থেকে তাকে গ্রেফতার করে। মনিরুজ্জামান রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়া এলাকার  আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, পুলিশ এসল্ট, অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে এসব মামলায় অন্তত ৫টিতে ওয়ারেন্ট রয়েছে। পেকুয়া থানার ওসি (তদন্ত) মনজুরুল কাদের মজুমদারের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে। মনিরুজ্জামান দুর্ধর্ষ সন্ত্রাসী। উপকুলীয় রাজাখালী ইউনিয়নে ত্রাস মনিরুজ্জামান হিসেবে তাকে লোকজন চিনে। স্থানীয়রা জানান মনিরুজ্জামান প্রকৃত অপরাধী। তার অপরাধ কর্মকান্ড ব্যাপকভাবে হয়েছে রাজাখালীসহ পেকুয়ায়। তার গ্রেফতার সংবাদ এলাকায় জানা জানি হলে সাধারন মানুষের মধ্যে স্বস্তিভাব পরিলক্ষিত হয়েছে। ওসি তদন্ত মনজুরুল কাদের মজুমদার জানায় তাকে গ্রেফতার করা হয়েছে। সে একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। মামলা ও ওয়ারেন্ট খতিয়ে দেখা হচ্ছে।

পাঠকের মতামত: