ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

পেকুয়ায় তুচ্ছ ঘটনায় গৃহবধুকে কুপিয়েছে দূর্বৃত্তরা

wswwপেকুয়া প্রতিনিধি :::

পেকুয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গৃহবূধুকে কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতকে পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন পেকুয়া হাসপাতালের চিকিৎসকরা। ঘটনাটি ঘটে, গতকাল ১৮এপ্রিল সোমবার সকাল ৮টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের সাবেক গুলদি গ্রামে। আহত গৃহবধূর নাম শারমিন আকতার (২৩)। সে ওই গ্রামের দিদারুল ইসলামের স্ত্রী ও কোনখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড়ের আবদুল মোনাফের কন্যা বলে জানা গেছে।

আহত শারমিনা আকতার গতকাল সকাল ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ প্রতিনিধিকে জানিয়েছেন, গতকাল ১৮ এপ্রিল সকাল ৮টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে আবদুল মান্নানের পুত্র শফিউল্লাহ ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস মিলে তাকে ব্যাপক মারধর করেন। এক পর্যায়ে তাকে শফিউল্লাহ ধারালো দায়ের কোপে গুরুতর জখম করে পালিয়ে যায়। গুরুতর আহত গৃহবধূর আত্মীয় আলহাজ্ব ফরিদুল আলম ফরিদ জানান, আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে গৃহবধূর পরিবার থানায় মামলা করবেন বলে তিনি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: