পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি .:::
দক্ষিন এশিয়ার বৃহত্তম সমবায় সমিতি পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (ঋনদান সমিতির) এর ভোট গ্রহন হবে আগামি ১৯ মার্চ। সমবায় অর্থলগ্নি এ প্রতিষ্টানের ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে উপজেলা পেকুয়ায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সাধারন মানুষের প্রিয় সংগঠন পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:। ঋন বিতরন ও সঞ্চয়ী আমানত সৃষ্টিতে ঐতিহ্যবাহী এ প্রতিষ্টানের পরিধি পেকুয়া ছাড়াও সমগ্র বাংলাদেশে এর বিস্তৃতি অত্যন্ত সমৃদ্ধ হয়েছে। কালব্ ও সমবায় ক্ষেত্রে অর্থলগ্নি এ স্বনামধন্য প্রতিষ্টান দক্ষিন পুর্ব এশিয়ায় এর খ্যাতি সুদুর প্রসারী। কক্সবাজার জেলার শ্রেষ্ট একটি সমবায় প্রতিষ্টান। এদিকে ঋনদান সমিতির নির্বাচন জমে উঠেছে পেকুয়ায়। আগামি ১৯ মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্টিত হবে। নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সেক্রেটারী, ও তিন ডিরেক্টর পদের জন্য একাধিক প্রার্থী প্রতিদ্বন্ধিতায় অবর্তীন হয়েছেন। প্রবীন সমবায়ী, তরুন উদ্যেক্তা ও সংগঠকের সমন্বয়ে আসন্ন ওই নির্বাচনকে ঘিরে পেকুয়াতে প্রানের উচ্ছাস তৈরি হয়েছে। নির্বাচনে অনেক ব্যবসায়ী, শিক্ষক ও পেশাজীবি শ্রেনীর হেভিওয়েট ব্যক্তিরা এবার অংশ গ্রহন করেছেন। কালব ও সরকার নিয়ন্ত্রিত ওই সমবায় প্রতিষ্টানে ভোটার সংখ্যা রয়েছে ৬হাজার ৪ শত ২জন। পেকুয়ায় জাতীয় ও স্থানীয় নির্বাচনের চেয়ে ঋনদান সমিতির নির্বাচন কোন অংশে কম নয়। তবে ইউপি নির্বাচন সন্নিকট হওয়ায় এবার প্রচার প্রচারনায় ঋনদান সমিতির নির্বাচন একটু ম্লান হয়েছে। পোষ্টার, ফেষ্টুন ও ব্যানারে চেয়ে গেছে পেকুয়া। সদর ইউনিয়নের সীমানা পেরিয়ে ঋনদান সমিতির নির্বাচনী প্রচারনা পুরো উপজেলায় এর আমেজ ছড়িয়ে পড়েছে। সভাপতি পদে চারজন প্রার্থী হয়েছেন। তারা বিভিন্ন সময়ে ওই প্রতিষ্টানের সাবেক ও বর্তমান সভাপতি হিসেবে আসীন রয়েছেন। তারা হলেন বর্তমান সভাপতি মাষ্টার নাছির উদ্দিন (দোয়াত কলম), মাষ্টার মাহবুল আলম (প্রজাপতি), মাহমুদুল করিম ফারুখী (ছাতা) ও মো.আলম প্রকাশ কালু (চেয়ার)। সহ-সভাপতি পদে ছৈয়দ বেলাল হোসেন (হরিন) ও শাকের হোসেন (আনারস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। সেক্রেটারী পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এদের মধ্যে বর্তমান সেক্রেটারী মাষ্টার মুহাম্মদ ইদ্রিছ (গোলাপফুল), এস.এম তারেক ছিদ্দিকী (কলসি) ও মাষ্টার মোজাম্মেল হক (আম) প্রতীক নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। ডিরেক্টর পদে মো.ইসমাইল সিকদার (টিয়াপাখি), নাজেম উদ্দিন (বাস), আবুল হাসেম (বালতি), শামসুল আলম (সিলিং ফ্যান), জাকের হোসেন (তালাচাবি), জাফর আলম (মাছ), আলমগীর (মই) ও জাকের সওদাগর (রিক্সা) প্রতীক নিয়ে ভোট করছেন। এদের মধ্যে আবুল হাসেম ও ইসমাইল বর্তমানেও ডিরেক্টর পদে আসীন রয়েছেন। প্রার্থীরা ভোটের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন। রায় নিজেদের পক্ষে আনতে তারা অবিরাম ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটাররা জানিয়েছেন তারা অতীত ও বর্তমানের সবকিছু বিশ্লেষন করে এবারে তাদের সুচিন্তিত রায় প্রদান করবেন। তবে সেক্রেটারী পদে তরুন সংগঠক হিসেবে তারেক ছিদ্দিকী জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন বলে সাধারন ভোটাররা জানিয়েছেন।
পাঠকের মতামত: