ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় আ’লীগের জাতীয় সম্মেলন ঘিরে বাবুল চেয়ারম্যানের নজর কাড়া প্রচারনা

babula-add-pekuaএস.এম.ছগির আহমদ আজগরী, পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় সম্মেলন-২০১৬ ঘিরে রাজাখালী ইউপি’র সাবেক চেয়ারম্যান ও আওয়ামলীগ নেতা এম. নজরুল ইসলাম সিকদার বাবুল বি.এ’র নজর কাড়া প্রচারনায় নেতাকর্মীদের মাঝে প্রানচাঞ্চল্যের আমেজ এনেছে দিয়েছে। যা নিয়ে এলাকার সচেতন মহল ও রাজনৈতিক বোদ্ধারাও নতুন করে মেতে উঠেছেন নানা জল্পনা কল্পনায়।

জানা যায়, আওয়ামীলীগের ২০তম জাতীয় সম্মেলন ও কাউন্সিল ঘিরে সারাদেশে বিভিন্ন স্তরে শুরু হয়েছে নানা প্রচার প্রচারণা বর্ণিল স্বাজ¦ সজ্জ্বা ও অনুষ্টানে যোগদানের প্রস্তুতি। পেকুয়ায় দলের জাতীয় সম্মেলন ঘিরে নীতি নির্ধারক নেতৃত্ব পর্যায় কেন্দ্রের সরবরাহ পোষ্টার সাটানো ছাড়া এক প্রকার নিরবে নিবৃত্তে কাউন্সিলে যোগদান প্রস্তুতিতে মাতলেও ব্যতিক্রম দেখা গেছে পেকুয়া উপজেলা আওয়ামীলীগের বর্তমান যুগ্ম-সম্পাদক দলীয় মনোনয়ন বঞ্চিত সাবেক রাজাখালী ইউপি চেয়ারম্যান তরুন রাজনীতিবীদ ও সমাজসেবক মোঃ নজরুল ইসলাম সিকদার বাবুল বি.এ’র নানা পদক্ষেপে। দলের জাতীয় সম্মেলন ঘিরে তিনি পত্র পত্রিকা গণমাধ্যমে সম্মেলন সফল ও স্বার্থক করার আহব্বান জানিয়ে বর্ণিল বিজ্ঞাপন প্রচারের পাশাপাশি পেকুয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মান, পৌরসভা গঠনোত্তর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্টায় দলীয় যোগ্য প্রশাসক নিয়োগ, এলাকায় সোনালী ব্যাংকের শাখা স্থাপন, খাদ্য গুদাম নির্মান, কর্মসংস্থানে বিসিক গঠন, ব্যবসায়ী ও উদ্যমী উদ্যোক্তাদের সরকারী ঋন সহায়তা প্রাপ্তি নিশ্চিতের পাশাপাশি সৎ, পরিক্ষিত যোগ্য ও নিবেদীতপ্রান নেতৃত্বে দলীয় কার্যক্রম পরিচালনা ব্যবস্থার আবেদন জানিয়ে জাতিরজনক বঙ্গবন্ধু, ডিজিটাল সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা ও রূপকার বিশ^নন্দিত নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী আলহাজ¦ শেখ হাসিনা সহ দল দেশের ভবিষ্যত কর্ণদ্বার সজিব ওয়াজেদ জয়ের নয়ন জুড়ানো ছবি সাটানো বিশেষ রঙ্গিন পোষ্টার দেয়া হয়েছে প্রত্যন্ত জনপদ। এছাড়া, গত ২০অক্টোবর রাজাখালীর আওয়ামীলীগ নেতা বাবুল চেয়ারম্যানের নেতৃত্বে প্রায় ১৫/২০জনের একদল নেতাকর্মী দলের জাতীয় সম্মেলন সফল ও স্বার্থক করতে রাজধানী ঢাকার উদ্দেশ্যে সফর যাত্রা করেছেন। দলের জাতীয় সম্মেলন ঘিরে রাজাখালীর কৃতি সন্তান মনোনয়ন বঞ্চিত আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম সিকদার বাবুল বিএ’র এলাকায় ব্যাপক প্রচার প্রচারনা প্রস্তুতি যাত্রায় সচেতন মহল ও রাজনৈতিক বোদ্ধাদের কাছে বেশ আলোচিত হচ্ছে। বিজ্ঞাপন

পাঠকের মতামত: