ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

পেকুয়ার শীর্ষ সন্ত্রাসী বাহাদুরকে অস্ত্রসহ গ্রেফতার 

পেকুয়া প্রতিনিধি :: কক্সবাজারের পেকুয়ার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী বাহাদুর হেলালীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাঘগুজারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বাহাদুর হেলালী পেকুয়া সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালী এলাকার হেলাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী বাহাদুর হেলালীকে গ্রেফতার করে। এতে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। এসময় তার কাছে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড ১৩ বোর কার্তুজ পাওয়া যায়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী চকরিয়া নিউজকে বলেন, ওই আসামী এলাকার একজন চিহ্নিত অস্ত্রধারী। ইতিপূর্বে অবৈধ অস্ত্রসহ তার ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে ভাইরাল হয়। আসামী বাহাদুর হেলালী লিটন এর বিরুদ্ধে অস্ত্র ও মারামারি মামলাসহ একাধিক মামলা রয়েছে। আসামীকে আটকের পূর্বে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিলো। আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত: