ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ার মাস্টার মুবিনুল হকের মৃত্যুতে সালাহউদ্দীন আহমদের শোক

প্রেস বিজ্ঞপ্তি :   পেকুয়া উপজেলার ঐতিহ্যবাহী মৌলভী বাড়ীর প্রবীন মুরুব্বি মাস্টার মুবিনুল হক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী, ভারতে নির্বানিত সালাহউদ্দিন আহমেদ।
এক শোক বিবৃতিতে তিনি বলেন, মরহুম শিক্ষাবিদ মাস্টার মুবিনুল হক বহুগুণে গুণান্বিত একজন শিক্ষক। পাশাপাশি সমাজ সংস্কারে ব্যাপক অবদান রেখেছেন তিনি। তার মৃত্যুকে সমাজ ও দেশ একজন মূল্যবান মানুষকে হারালো। তার এই শূন্যতা পু্রণ হওয়ার নয়। মরহুম মাস্টার মুবিনুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনক জানাচ্ছি।

মাস্টার মুবিনুল হক (৮০)  (৯ জুলাই) ভোর ৩ টা ৪৫ মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের জেঠাতো ভাই এবং পেকুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ছফওয়ানুল করিমের পিতা।

পাঠকের মতামত: