ঢাকা,শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

পেকুয়ার মগনামায় ফুটবল টুর্ণামেন্ট: ফাইনালে রাজাখালী ভাই ভাই স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা প্রিমিয়ার লিগের (এমপিএল) উদ্যোগে আয়োজিত অলম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজাখালী ভাই ভাই করিম স্পোর্টিং ক্লাব। গত সোমবার রাত আটটায় পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় রাজাখালী ভাই ভাই করিম স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় চট্টগ্রামের ইয়াং স্টার ক্লাব। নির্ধারিত ৫০ মিনিটে ২-১ গোলে পরাজিত হয় চট্টগ্রাম ইয়াং স্টার ক্লাব।

খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন রাজাখালী ভাই ভাই করিম স্পোর্টিং ক্লাবের মো. এনাম, ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হন মো. মিজান ও সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন মো. বাদশা।

রাত ১০টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মগনামা প্রিমিয়ার লিগ পরিচালনা কমিটির চেয়ারম্যান সোহেল আজিমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ মোহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমাউল হোসনা, মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ, কেপিএল পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও প্রথম আলোর সাংবাদিক এস এম হানিফ, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এম দিদারুল করিম ও সমাজসেবক সাখাওয়াত সিকদার।

পাঠকের মতামত: