নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজারের পেকুয়া উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইউএসএআইডি এর অর্থায়নে বেসরকারি সংস্থা সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল ও মুক্তি কক্সবাজারের উদ্যোগে ১২৯ জোড়া বেঞ্চ, ২৭টি চেয়ার ও ৩৪টি টেবিল বিতরণ করা হয়েছে। উপজেলার উত্তর মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারবাকিয়া ওয়ারেচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয়, বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়-এই আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে এসব আসবাবসামগ্রী বিতরণ করা হয়। আজ(৯ আগস্ট) রোববার সকাল ১১ টায় পেকুয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসব আসবাবসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈকা সাহাদাত, সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনালের প্রকল্প ব্যবস্থাপক মো. কামরুজ্জামান, প্রকৌশলী মো. শফিকুল আলম ও মো. ইকবাল হাসান মৃধা, প্রকল্প কর্মকর্তা মো. তাজমুল ইসলাম ও তাসলিমা আকতার, মুক্তি কক্সবাজারের প্রকল্প সমন্বয়কারী ফয়সাল সাকিব, সমন্বয়কারী মো. সদরুল আলম জিহাদী শাহিন, প্রকল্প কর্মকর্তা এস এম গোলাম কিবরিয়া, মাঠ সহায়তাকারী কামরুল হাসান, সুমি পাল, দিলুয়ারা বেগম ও নাছির উদ্দিন।
পাঠকের মতামত: