ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় চাঞ্চল্যকর আবু সৈয়দ হত্যা মামলার আসামি ওয়াসিম গ্রেপ্তার

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা :: কক্সবাজারের পেকুয়া মগনামায় চাঞ্চল্যকর আবু সৈয়দ হত্যা মামলার আসামি ওয়াসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোরে পেকুয়ার চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি ওয়াসিমের সম্পৃক্ততা পেলে র‌্যাবের সাথে এক অভিযানে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

জানা যায়, ভিকটিম আবু সৈয়দ মৃত্যুর আগে ফেসবুক লাইভে এসে আসামি ওয়াসিমের কথা বলেছিলেন, ওয়াসিম তাকে মেরে ফেলবে। এছাড়াও তিনজন গ্রেপ্তারকৃত আসামি পরে ওয়াসিমের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ওয়াসিমের পরিবার আদালতে ওয়াসিমের নাম তালিকাভুক্ত করতে আবেদন করেছেন।

ধৃত ওয়াসিম প্রথমে শিবির হয়ে জামায়াত, বিএনপির সাথে জড়িয়ে অতীত অপকর্ম ঢাকতে চেষ্টা করে। এক পর্যায়ে জাফর আলম এমপির হাত ধরে আওয়ামী লীগে সক্রিয় হওয়ার চেষ্টা করেও বিফল হয়।

পাঠকের মতামত: