ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

পুলিশের কার্যক্রম মনিটরিংয়ে স্বাধীন জুডিশিয়াল কমিশন চায় দুদক

ভোগান্তি কমিয়ে পুলিশকে জনবান্ধব করে তুলতে বাহিনীর কার্যক্রম মনিটরের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন। সম্প্রতি প্রেসিডেন্টের কাছে দেওয়া কমিশনের ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদনে এ সুপারিশ করা হয়েছে। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। পুলিশের বিষয়ে অনেক অভিযোগ রয়েছে জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, এগুলো দীর্ঘদিনের অভিযোগ। আমরা পুলিশের কার্যক্রম মনিটর করতে একটি স্বাধীন জুডিশিয়াল কমিশন গঠনের  সুপারিশ করেছি। আমরা মনে করি, এটা করতে পারলে পুলিশ আরও অধিক জনবান্ধব হবে এবং মানুষ আরও বেশি সেবা পাবে। পুলিশের কার্যক্রম কার্যক্রম মনিটর করতে ক্রিমিনাল জাস্টিস কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। এছাড়া ফৌজদারি কার্যবিধিতে মামলার তদন্ত ও বিচারের জন্য সময়সীমা বেঁধে দেওয়া এবং দেওয়ানী কার্যবিধিতে মামলা নিষ্পত্তির সময়সীমা বেঁধে দেওয়ার সুপারিশও করা হয়েছে।
ইকবাল মাহমুদ বলেন, পুলিশের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রবলেম সলভ করেন। আমরা মনে করি তাদের কার্যক্রম যদি একটি ইন্ডিপেনডেন্ট মনিটরিংয়ের আওতায় আনা যায় তাহলে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে।
দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, কমিশনার নাসিরউদ্দিন আহমেদ, সচিব আবু মো. মোস্তফা কামাল সংবাদ সম্মেলনে ছিলেন।

পাঠকের মতামত: