নিজস্ব প্রতিবেদক :::
চাঁদাবাজি ও বাড়ি দখলের অভিযোগে ঢাকার মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীরসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা হয়েছে। আজ ৩৩৯/এ জাফরাবাদ এলাকার বাসিন্দা এ্যাড. কুতুব উদ্দিন আহম্মেদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
পরে বাদীর জবানবন্দী গ্রহণ করেন ঢাকা মহানগর হাকিম খোরশেদ আলম। মামলার অন্য আসামিরা হলেন, এসআই রাজীব, এএসআই খোরশেদ, জনৈক মামুন হোসেন ও সোহেল।
মামলায় অভিযোগ করা হয়, মোহাম্মদপুর থানা এলাকায় বাদীর পৈত্রিক সূত্রে পাওয়া ৮ তলা ভবনে সংস্কার কাজ চলায় অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকতেন এ্যাড. কুতুব উদ্দিন আহম্মেদ। এ সুযোগে আসামিরা পরস্পর যোগসাজেশে বাদীর কাছে ৪৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এছাড়া এ টাকা না দিলে বাদীকে তার পৈত্রিক সূত্রে পাওয়া ওই ৮ তলা ভবনে উঠতে দেওয়া হবেনা বলে হুমকি দেওয়া হয়। পাশাপাশি এ ঘটনা কাউকে জানালে মিথ্যা মামলা, রিমান্ড এবং ক্রসফায়ারের ভয় দেখানো হয়।
পাঠকের মতামত: