অনলাইন ডেস্ক ::
রাঙামাটির লংগদুতে নিহত মোটরসাইকেল চালক ও সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে রবিবার তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাঙালি ছাত্র পরিষদ।
আজ শনিবার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য শাহাদাৎ ফরাজি সাকিব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে তিন পার্বত্য জেলার সব মানুষকে হরতাল পালনের আহ্বান জানানো হয়েছে।
রাঙামাটির লংগদু সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম নয়ন ভাড়ায় মোটর সাইকেল চালানোর কাজ করতেন।
গত ১ জুন খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল (কৃষি গবেষণা এলাকা সংলগ্ন) এলাকায় নয়নের লাশ পাওয়া যায়।
এর জের ধরে পরদিন সকালে নয়নের লাশ নিয়ে মিছিল থেকে লংগদু উপজেলা সদরে পাহাড়িদের কয়েকটি গ্রামে হামলা ও কয়েকশ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে লংগদু উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।
এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে চট্টগ্রাম ও খাগড়াছড়ি থেকে দুই চাকমা যুবককে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। পরে দীঘিনালার মাইনী নদী থেকে নিহত নয়নের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পাঠকের মতামত: