ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

‘পাহাড়ে বসবাসকারীদের সরাতে রাজনৈতিক বাধা সহ্য করা হবে না’

obaআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নেয়ার ক্ষেত্রে কোন প্রকার রাজনৈতিক বাধা সহ্য করা হবে না। এ ব্যাপারে কঠোর হাতে সকল প্রতিবন্ধকতা দমন করা হবে বলে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের বাটালি পাহাড় পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ তিনি কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এখানে লাখ লাখ মানুষের জীবনের বিষয়- এ নিয়ে কোন আপোষ করা হবে না। প্রয়োজনে বল প্রয়োগ করে তাদের উদ্ধার করতে হবে। শুধু তাদের সরিয়ে দিলেই হবে না, পুনর্বাসনও করতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এখন গ্রাম আর শহর নয়- যেখানেই যারা পাহাড়ের ঢালে বাড়ি-ঘর করে ঝুঁকি নিয়ে থাকছেন, সবাইকে সেখান থেকে সরিয়ে নিরাপদে নিয়ে যেতে হবে। যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন, তাদের জীবন রক্ষা করা, পুনর্বাসন করার ব্যাপারে জনপ্রতিনিধিদের বড় দায়িত্ব রয়েছে।

এ সময় চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

এরপর মন্ত্রী নগরীর হালিশরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।বাসস

পাঠকের মতামত: