ঢাকা,শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযান, ৯ দালালের কারাদণ্ড

karadondঅনলাইন ডেস্ক ::

রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযানে আটক ৯ দালালকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার সকালে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শুকলা সরকার এ কারাদণ্ডাদেশ দেন। র‌্যাব-৫ এর মিডিয়া উইং কর্মকর্তা এএসপি শ্যামল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন ফজর আলী (২৯), দুলাল হোসেন (৩৩), আজিজুল ইসলাম (৩০), সাইদুল ইসলাম (৪২), মকসেদ আলী (৬২), পরশ (৩৫), শহিদুল ইসলাম (৩১), রাজু (২৫) ও মাসুম বিল্লাহ (২৫)। আটককৃতরা নগরীর সপুরা, শালবাগান, ছোটবনগ্রাম, হেতেমখা এলাকার বাসিন্দা।

এএসপি শ্যামল চৌধুরী বলেন, ওই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরেই পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করে আসছিল। তারা মানুষকে পাসপোর্ট করে দেওয়ার নামে অর্থ আদায় করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শুকলা সরকারের নেতৃত্বে সকালে অভিযান চালায় র‌্যাব। এসময় ৯ দালালকে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ৯ জনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

পাঠকের মতামত: