ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

পাকিস্তানে তেলবাহী লরি বিস্ফোরণে নিহত ১৪০

অনলাইন ডেস্ক ::download

পাকিস্তানে তেলবাহী একটি লরিতে আগুন লেগে কমপক্ষে ১৪০ জন নিহত হয়েছে। বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, আহমেদপুর শহরের নিকটে তেলবাহী লরিটি উল্টে যায়। এরপর সংঘর্ষের ফলে লরি থেকে পড়তে থাকা তেল সংগ্রহ করার জন্য মানুষজন জড়ো হয়। এক পর্যায়ে তাতে আগুন ধরে কমপক্ষে ১৪০ জনের মৃত্যু হয়। রাস্তায় বাঁকা একটি মোড় নেয়ার সময় লরিটির টায়ার ফেঁটে তা উল্টে যায়। তেল নিতে ছুটে যাওয়া উৎসুক মানুষদের কেউ সিগারেট জ্বালানোর কারণে আগুন ধরে যায় বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেনা মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর জানিয়েছেন, আহতদের পরিবহনে সেনাবাহিনীর হেলিকপ্টার পাঠানো হয়েছে।

পাকিস্তানি গনমাধ্যমগুলো দূর্ঘটনাস্থলের যেসব ছবি প্রকাশ পেয়েছে তাতে দেখা গেছে আগুনে পুড়ে খাক হয়ে গেছে অনেকগুলো মরদেহ ও যানবাহন। ডনের খবরে বলা হয় কমপক্ষে ৬টি গাড়ি ও ১২টি মটোরসাইকেল পুড়ে গেছে।  নিহতদের মধ্যে ২০ জন শিশু রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাঠকের মতামত: