ঢাকা,শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

পহেলা বৈশাখে চট্রগ্রামে পুলিশের চার স্তরের নিরাপত্তা

ট্রগ্রাম প্রতিনিধি ::   বন্দর নগরী চট্রগ্রামে বাংলা নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখের দিন চার স্তরে নিরাপত্তা ব্যবস্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর ৫ হাজার সদস্য মোতায়েনের থাকবে বলে জানিয়েছেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম।

আজ শনিবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার সময় নগরের ডিসি হিলে পহেলা বৈশাখের আয়োজন পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ্রিংকালে তিনি এ প্রস্তুতির কথা জানান।

আমেনা বেগম বলেন, ইতোমধ্যে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সন্দেহজনক কিছু দেখলে তল্লাশি করা হচ্ছে।পহেলা বৈশাখের দিন এ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

তিনি বলেন, নগরের সিআরবি ও ডিসি হিলে সবচেয়ে বড় আয়োজন থাকে। সেজন্য এ দুটি জায়গায় আজ (শনিবার) থেকে অতিরিক্ত পুলিশ ছাড়াও সোয়াত টিম, বোম ডিসপোজাল ইউনিট ও গোয়েন্দা বিভাগ কাজ করছে। এছাড়া নগরে প্রায় ১০০টি জায়গায় পহেলা বৈশাখ পালন করা হবে। সেখানেও পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানান।

29

পাঠকের মতামত: