মাতামুহুরী উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নে বিএনপি ও যুবদলের দুই নেতাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ থেকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আবদুর রহিম বাদশা ওরফে বাদশা বৈদ্য এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জকরিয়া।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে তাদেরকে দলের সব পদ থেকে বহিস্কার করার বিষয়টি বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ জামিল ইব্রাহিম চৌধুরী ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হেফাজেতুর রহমান টিপু এবং উপজেলা যুবদলের সভাপতি আবু ইউছুপ ও সাধারণ সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ।
পাঠকের মতামত: