ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

পর্নো সাইট বন্ধে ১ সপ্তাহ সময় চাইলেন তারানা

image_153366_0নিজস্ব প্রতিবেদক ::

ঢাকা: চলতি সপ্তাহেই দেশের সব পর্নো সাইট বন্ধ করে দেয়া হচ্ছে। সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।
ফেসবুকে গোপালগঞ্জের এসসিএন অ্যাডমিনেস্ট্রেটর এম এ আমিন খান নামের এক ব্যক্তির প্রশ্নের উত্তরে এ ঘোষণা দেন প্রতিমন্ত্রী।
এম এ আমিন খান নামের ওই ব্যক্তি ইন্টারনেটের গ্রাহক সংখ্যা নিয়ে তারানা হালিমের একটি পোস্টের নিচে কমেন্ট করেন, “আপা, পর্নোগ্রাফির সাইটগুলো বন্ধ করে দেন। এ বিষয়ে আপনারা আইন করেছেন। এখন এসব সাইটগুলো বন্ধ করাটাও খুব জরুরি। যুব সমাজকে পর্নোগ্রাফির ছোবল থেকে রক্ষা করতে না পারলে তাদের কাছে তথ্য-প্রযুক্তির সুফল পৌঁছাবে না।”

আমিনের ওই আবেদনে সাড়া দিয়ে তারানা হালিম উত্তর দেন, “আমরা এই সপ্তাহের মধ্যেই সকল পর্নোগ্রাফিক সাইট বন্ধ করে দেব।” এ ঘোষণায় খুশি হয়ে আমিন প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান। হাসির ইমো দিয়ে তিনি লেখেন, “আপনার জন্যে দোয়া করতে ১০ রাকাত নামাজ মানত করলাম। আল্লাহ আরো বেশি করে আপনাকে কাজ করার সামর্থ্য দিক। জয় বাংলা।” এর আগে বর্তমানে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা কত, তা জানিয়ে পোস্ট দেন প্রতিমন্ত্রী তারানা হালিম।

সেখানে তিনি জানান, বর্তমানে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৬ কোটি ১২ লাখ ৮৮ হাজার। গত ফেব্রুয়ারিতে এ সংখ্যা ছিল ৫ কোটি ৮৩ লাখ। আর জানুয়ারিতে ৫ কোটি ৬১ লাখ। গতবছর ফেব্রুয়ারিতে বাংলাদেশে ৪ কোটি ৪৬ লাখ ২৫ হাজার মানুষ ইন্টারনেট সেবা কিনতেন। এই হিসেবে দেশে ইন্টারনেট গ্রাহক বাড়ছে প্রায় ৩৮ শতাংশ।  এই পোস্টের নিচেই এক কমেন্টে পর্নোগ্রাফিক সাইট বন্ধের দাবি জানান এম এ আমিন খান।
 

পাঠকের মতামত: