ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িতরা রেহাই পাবে না : নাহিদ

1491130025এইচএসসি ও সমমান পরীক্ষা সারাদেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে কেউ জড়িত হলে তারা রেহাই পাবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না। 

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা-২০১৭ শুরুর প্রথম দিনে রবিবার নুরুল ইসলাম নাহিদ রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন। 

কেন্দ্র পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী হলের সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরীক্ষাথীরা তাকে জানান, এবার প্রশ্নপত্র ভাল হয়েছে এবং তারা ভালভাবে পরীক্ষা দিচ্ছে। 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এবং কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন। 

পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষা-২০১৭ সুষ্ঠু, নকলমুক্ত ও সুন্দর পরিবেশে সম্পন্নের লক্ষ্যে সকল ব্যবস্থা নেয়া হয়েছে। সারাদেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

পাঠকের মতামত: