পণ্যমূল্য বেশি চাইলে অভিযোগ জানান ১৬১২১ নম্বরে
নগরীর বিভিন্ন জায়গায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের বিভাগীয় ও জেলা কার্যালয়। নগরীর চকবাজার, কাপাসগোলা, ডিসি রোড, লালখানবাজার, কাজীর দেউড়ি বাজার, পাঠানটুলি বাজার ও মোগলটুলি বাজার এলাকায় আজ রবিবার (১২ এপ্রিল) এ তদারকি অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বাজার তদারকি করেন।
অভিযানে ব্যবসায়ীদেরকে অনৈতিক মুনাফা না করতে ও দোকানের প্রকাশ্য স্থানে মূল্যতালিকা প্রদর্শন করে পণ্য বিক্রি করতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। একইসাথে ওষুধ ব্যবসায়ীদেরকেও মোড়কের মূল্যের বেশি মূল্যে বিক্রি না করতে অনুরোধ করা হয়। যদি কোন বিক্রেতা অধিক মূল্যে পণ্য বিক্রি করে তাহলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬১২১ এ অভিযোগ জানাতে জনসাধারণকে অনুরোধ করা হয়।
পাঠকের মতামত: