ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

নেপালে বাংলাদেশের একঝাঁক টিভি তারকা

2_35692চকরিয়া নিউজ বিনোদন :::

ঈদ উপলক্ষে নির্মিত নাটকের শুটিংয়ের জন্য নেপালে উড়ে গেলেন একঝাঁক টিভি তারকা। গতকাল বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানে চড়ে ঢাকা ছাড়েন তারা। এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান ও তার স্ত্রী ইভা রহমানের সাতটি গানের কথার ওপর ভিত্তি করে নির্মিত সাত পর্বের ধারাবাহিক ‘তোমার চোখে দু’চোখ রেখে’র জন্যই তাদের নেপাল যাত্রা। এটির নাট্যরূপ দিয়েছেন শফিকুর রহমান শান্তনু। ধারাবাহিকটি নির্মাণ করছেন বিইউ শুভ। নাটকটিতে অভিনয় করছেন পীযূষ বন্দোপাধ্যায়, শহীদুজ্জামান সেলিম, তারিন, আনিসুর রহমান মিলন, আরফান আহমেদ, জ্যোতিকা জোতি, নাজিরা মৌ, কল্যাণ কোরাইয়া, শামীমা তুষ্টি, তানভীর ও নেহা। নাটকের এই টিম ভালোয় ভালোয় কাজ শেষ করে যেন দেশে ফিরতে পারেন এ দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। ‘তোমার চোখে দু’চোখ রেখে’ নাটকটি প্রসঙ্গে তারিন বলেন, ‘এ নাটকে কাজ করার মূল কারণ হচ্ছে আমি যে চরিত্রটিতে অভিনয় করছি তা একেবারেই নতুন একটি চরিত্র। এর আগে এমন চরিত্রে আমাকে অভিনয় করতে দেখা যায়নি। পাশাপাশি এ নাটকে সিনিয়র শিল্পীসহ নতুন প্রজন্মের অনেকেই আছে। সবার কাছে দোয়া চাই যেন নেপালে আমরা কাজটি ভালোভাবে শেষ করে আসতে পারি।’ আনিসুর রহমান মিলন বলেন, ‘এর আগে দেশের বাইরে এত বড় কোনো ইউনিটের সঙ্গে আমার কাজ করা হয়ে ওঠেনি। সেদিক বিবেচনায় আমি খুবই আনন্দিত এ ইউনিটের একজন হতে পেরে।’ পরিচালক জানান আসছে ঈদে এটিএন বাংলায় সাত দিন সাত পর্ব প্রচার হবে। শুটিং শেষে পুরো ইউনিট ৬ জুন ঢাকায় ফেরার কথা রয়েছে।

পাঠকের মতামত: