ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

‘নেপালের জলবিদ্যুৎ ভারত হয়ে আসবে বাংলাদেশে’

electricityঅনলাইন ডেস্ক :::

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা জানিয়েছেন, নেপাল এবং ভূটানে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে তা থেকে বিদ্যুৎ আমদানির জন্য শিগগীরই এ দেশগুলোর সাথে সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ। ভারতের ভেতর দিয়ে এই বিদ্যুৎ সঞ্চালন লাইন বাংলাদেশে আসবে – এবং এ জন্য ভারতের সম্মতি পাওয়া গেছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

মি হামিদ বলেন, তিনি খুব শিগগিরই – সম্ভবত আগামী মাসেই – সমঝোতা স্মারক স্বাক্ষর করার জন্য নেপালে যেতে পারেন। নেপালে জলবিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশ বিনিয়োগও করবে।

মানচিত্রে নেপাল, ভূটান, ভারত ও বাংলাদেশ

তিনি বলেন, নেপাল ও ভূটানের মতো দেশগুলোতে জলবিদ্যুৎ প্রকল্প করে ৮০ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন এবং রপ্তানি করা সম্ভব। বাংলাদেশ ও ভারত উভয়েই এ থেকে উপকৃত হতে পারে।

এই বিদ্যুৎ বাংলাদেশে আসবে ভারতের ভূখন্ডের ভেতর দিয়ে একটি সঞ্চালন লাইনের মাধ্যমে।

বিদ্যুৎ আমদানির জন্য ত্রিপক্ষীয় চুক্তি হবে বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে, বলছেন প্রতিমন্তী নসরুল হামিদ

এ জন্য সচিব পর্যায়ের বৈঠকগুলোতে ইতিমধ্যেই ভারতের সম্মতি পাওয়া গিয়েছে, তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠক ও চুক্তি হবে সমঝোতা স্মারক সই হবার পর – বলেন মি. হামিদ।

তিনি বলেন, ভারতের বিদ্যুৎমন্ত্রীর সাথে এ নিয়ে তার কথা হয়েছে। ভারত নিজেও এতে বিনিয়োগ করতে পারে এমন সম্ভাবনাও আছে।-বিবিসি বাংলা

পাঠকের মতামত: