ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

নেতাকর্মীদের নিয়ে সাঁতার কেটে ঈদ আনন্দে মাতলেন ব্যারিস্টার মওদুদ

নিউজ ডেস্ক ::

ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে গিয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে পুকুরে সাঁতার কেটেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

ঈদের তৃতীয় দিন শুক্রবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাড়ির পুকুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে সাঁতার কাটেন তিনি।

এ সময় নেতাকর্মীদের তিনি নিয়মিত সাঁতার কাটার ও ব্যায়াম করার পরামর্শ দেন। পরে নেতাকর্মীদের নিয়ে তিনি আড্ডা দেন। ওইদিন বিকেলেই তিনি ঢাকায় ফেরেন।

কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন চৌধুরী সৈকত সাংবাদিকদের জানান, দলীয় নেতাকর্মীদের নিয়ে নিজ বাড়ির পুকুরে সাঁতার কেটে ঈদ আনন্দ উদযাপন করেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

১৯৪০ সালের মে মাসে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামে জন্মগ্রহণ করেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ।

পাঠকের মতামত: