ঢাকা,শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

নির্বাচন প্রত্যাখান করে চকরিয়া পৌরসভা বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

এইচ এম রুহুল কাদের, চকরিয়া :
সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসন ও ডানি নির্বাচন আখ্যা দিয়ে তা প্রত্যাখান করে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন চকরিয়া পৌরসভা বিএনপি।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচী হলে তা শতশত নেতা-কর্মীর উপস্থিতিতে বিক্ষোভ মিছিলে পরিণত হয়।  আজ ৯ই জানুয়ারী বিকাল ৪টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরশহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদিক্ষণ করে। এতে চকরিয়া পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,  কৃষক দল, শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় নেতা-কর্মীরা প্রহসনের নির্বাচন মানি না মানবো না, অবিলম্বে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে ইত্যাদি শ্লোগান দেন।

পাঠকের মতামত: