ঢাকা,শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

নির্বাচন কমিশন গঠনের গেজেট বাতিল চেয়ে রিট

অনলাইন ডেস্ক :::

নির্বাচন কমিশন গঠনের গেজেট বাতিল চেয়ে আজ রোববার একটি রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিট আবেদনটিimage-63924-1486884243 করেন।

রিট আবেদনে শুনানি না হওয়া পর্যন্ত সদ্য গঠিত নিবাচন কমিশনের শপথ গ্রহণ স্থগিতের প্রার্থনা করা হয়েছে।

আইন সচিব, ক্যাবিনেট সচিব, নির্বাচন কমিশন সচিব এবং পাঁচজন নির্বাচন কমিশনারকে এই রিটে বিবাদী করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামীকাল সোমবার এই রিটের ওপর শুনানি হতে পারে।

তিনি সাংবাদিকদের জানান, সংবিধানের ১১৮ অনুচ্ছেদে আইন করে নির্বাচন কমিশন গঠনের করার কথা বলা হলেও তা অনুসরণ না করেই প্রধান নির্বাচন কমিশনারসহ অপর কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে।

ইউনুস আলী আকন্দ বলেন, সবচেয়ে বড় কথা, যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা সবাই সরকারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। পাবলিক সারভেন্ট (রিটায়ারমেন্ট) অ্যাক্ট-৭৪ অনুসারে অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে পুনরায় নিয়োগ দেওয়া যায় না।

আর এসব বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশনার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি করেছেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, সাবেক সচিব কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে গত ৬ ফেব্রুয়ারি পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

পাঠকের মতামত: