ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

নির্বাচনে সব পক্ষকে সহিংসতা পরিহার করতে হবে: মার্কিন রাষ্ট্রদূত

ডেস্ক নিউজ ::
নির্বাচনি প্রক্রিয়া ঠিক রাখতে হলে সব পক্ষকে সহিংসতা পরিহার করতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্ল রবার্ট মিলার। তিনি বলেন, ‘সহিংসতামুক্ত নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা সেই ব্যবস্থা গ্রহণ করবে।’

বুধবার (১৯ ডিসেম্বর) গুলশানের একটি হোটেলে ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী, এমন প্রশ্নের উত্তরে মিলার বলেন, ‘মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিএনপির সঙ্গে বৈঠকের পর যে বক্তব্য দিয়েছিলাম, আজকেও একই বক্তব্য আমাদের।’

প্রসঙ্গত, মঙ্গলবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন মার্ল রবার্ট মিলার। ওই বৈঠক শেষে তিনি বলেছেন, আমরা (যুক্তরাষ্ট্র) চাই, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন হোক। নির্বাচনে সহিংসতার বিষয়ে যেসব রিপোর্ট দেখছি, তাতে আমরা উদ্বিগ্ন। এ ব্যাপারে আমাদের অবস্থান হলো— এটা নিশ্চিত করা দরকার যে, বায়োলেন্সকে পরিহার করা এবং এটাকে নিন্দা জানানো।’

ঐক্যফ্রন্টের নেতার সঙ্গে মিলারের বৈঠকের পর বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের বলেন, ‘আজকে (বুধবার) মূলত সেরকম আনুষ্ঠানিক বৈঠক ছিল না। আমরা এবার নির্বাচনে যাচ্ছি, তার জন্য ইশতেহার ঘোষণা করেছি, সেটা ছিল বাংলায়। আজ বিদেশি কূটনীতিকদেরকে ইংরেজিতে আমাদের ইশতেহার দিয়েছি।’

বিএনপি নেতা রিপন বলেন, ‘ইশতেহারের মূল বিষয়— আমরা কী করতে চাই, তা তাদেরকে (কূটনীতিকদের) জানিয়েছি। এছাড়া, আমরা কীভাবে বাধার মুখোমুখি হচ্ছি, হামলা, মামলা ও গ্রেফতারের শিকার হচ্ছি, তাও জানিয়েছি।’

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন

তিনি বলেন, ‘আপনারা জানেন, তারা (বিদেশি কূটনীতিক) নারীর ক্ষমতায়ন বিষয়ে খুব সিরিয়াস। আর আমাদের যে কয়েকজন নারী প্রার্থী ছিলেন, তারা সবাই সম্প্রতি আক্রমণের শিকার হয়েছেন। এসব বিষয়ে আমরা তাদেরকে অবহিত করেছি।’

বৈঠকে কূটনীতিকরা কী বলেছেন, জানতে চাইলে রিপন বলেন, ‘বিদেশি কূটনীতিকরা সাধারণত শোনেন, বুঝেন কিন্তু তারা কোনও মন্তব্য করেন না।’

এসময় বিদেশি কূটনীতিকদের কাছে বিএনপি এবং ঐক্যফ্রন্টের ইশতেহারের ইংরেজি কপি দেওয়া হয় বলেও জানান রিপন।

বৈঠক শেষে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রকে জানিয়েছি— যদি ২০ তারিখ (ডিসেম্বর) থেকে সেনাবাহিনী মোতায়ন করা হয়, তাহলে এখন নির্বাচনকে কেন্দ্র করে যে সহিংসতা হচ্ছে, তা হবে না।’

বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলারসহ যুক্তরাজ্য, চীন, জাপান, কানাডা, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, ইউরোপিয়ান ইউনিয়নসহ ৩৫টি দেশের প্রতিনিধি অংশ নেন বলেও জানান আসাদুজ্জামান রিপন।

পাঠকের মতামত: