ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

নির্বাচনে কে এলো, কে এলো না, সেটা বিষয় নয়: নাসিম

nasimনিজস্ব প্রতিবেদক :::
ঢাকা: আগামী নির্বাচনে কে এলো, কে এলো না, সেটা দেখার বিষয় নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, “নির্বাচনী লড়াইয়ে জয়ের জন্য, জঙ্গিবাদকে প্রতিহত করার মাধ্যমে উন্নয়নযুদ্ধে আছে এ সরকার। সেই যুদ্ধ অব্যাহত রেখেই আগামীতে পুনরায় ক্ষমতায় আসবে মহাজোট সরকার। সেই নির্বাচনে কে এলো, কে এলো না, সেটা আমাদের দেখার বিষয় নয়।”

বুধবার দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের জঙ্গিবাদবিরোধী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নাসিম এসব কথা বলেন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী বলেন, “নির্বাচনে জনগণের মন জয় করেই মহাজোট ঐক্যবদ্ধভাবে ক্ষমতায় আসবে। ১৪ দল সে লক্ষ্যেই কাজ করছে।

মোহাম্মদ নাসিম বলেন, “নির্বাচনী লড়াইয়ে জয়ের জন্য, জঙ্গিবাদকে প্রতিহত করার মাধ্যমে উন্নয়নযুদ্ধে আছে এ সরকার। সেই যুদ্ধ অব্যাহত রেখেই আগামীতে পুনরায় ক্ষমতায় আসবে মহাজোট সরকার। সেই নির্বাচনে কে এলো, কে এলো না, সেটা আমাদের দেখার বিষয় নয়।”

জাসদ একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে ‘জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে ক্ষতিগ্রস্ত-উন্নয়ন সাফল্যকে ম্লানকারী দুর্নীতি-দলবাজি-দখলবাজি-অন্তর্কলহ ও অরাজনৈতিক কর্মকাণ্ড প্রতিহত করুন’ শীর্ষক সেমিনারের ধারণপত্র পাঠ করেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খান, গণআজাদী লীগের সাধারণ সম্পাদক এস কে সিকদার, অধ্যাপক আনোয়ার হোসেন, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান প্রমুখ।

পাঠকের মতামত: