ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড জামায়াতের কর্মী সম্মেলনে

নিপীড়িত গরীব দুঃখী মেহনতি মানুষের মুক্তির জন্য জামায়াত কর্মীদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে -আবদুল্লাহ আল ফারুক

নিজস্ব প্রতিবেদক::  চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড ইমারত জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন পৌরশহরের চিরিঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ড আমীর মাওলানা সৈয়দ উল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক মাহফুজুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, নিপীড়িত গরীব দুঃখী কৃষক মেহনতিসহ গণমানুষের মুক্তির জন্য জামায়াত কর্মীদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান আজকে ইসলামী অনুশাসনের ভিত্তিতে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার ডাক দিয়েছে। এই আহ্বানকে বাস্তবায়ন করতে মানবতার মুক্তি আন্দোলনে নিজেকে শামিল করার মাধ্যমে আমাদেরকে মাঠে ময়দানে দুর্বার গতিতে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে।

এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী মো. আরিফুল কবির।

অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার সরকারি কলেজের সাবেক ভিপি জামায়াত নেতা শহিদুল আলম বাহাদুর, ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সেক্রেটারি মীর মুহাম্মদ আবু তালহা, বরইতলী ইউপি চেয়ারম্যান মো. সালেকুজ্জামান, চকরিয়া পৌরসভা জামায়াতের নায়েবে আমীর ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি এস এম আলী জিন্নাহ, জামায়াত নেতা মাওলানা জামাল হোছাইন নূরী ও মকছুদ আহমদ।

এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা ওসমান গণি, আমিরুল ইসলাম, মুহাম্মদ শাহজাহান কুতুবী, ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা শাকের উল্লাহ, ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাস্টার মো. রেজাউল করিম, হাফেজ মুহাম্মদ এহসানুল হক, জামায়াত নেতা নূরে ইলাহী বিন আজাদ, জিয়াউল হক, মাওলানা নুরুল মোস্তফা, মুহাম্মদ ইব্রাহিম, আরিফুল হুদা সজল প্রমুখ নেতৃবৃন্দ।

পাঠকের মতামত: