ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

নাইক্ষ্যংছড়ির গ্রাম থেকে গভীর রাতে কৃষক অপহরণ

opoনাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :::

নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের একটি গ্রাম থেকে গতকাল রোববার গভীর রাতে সন্ত্রাসীরা একজন কৃষককে অপহরণ করেছে। অপহৃত কৃষকের নাম মো: ইউনুছ (৫০)। তার পিতার নাম ফিরোজ আহমদ। তিনি গুরুন্যা কাটা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, রোববার রাত সাড়ে বারটার দিকে ৭/৮ জন মুখোশধারী সন্ত্রাসী ইউনুছের বাড়িতে প্রবেশ করে তার হাত পা বেঁধে ফেলে। পরে লাথিঘুষি মারতে মারতে ইউনুছকে বাড়ি থেকে নিয়ে যায়। অপহৃতের শ্যালক মো. আলম জানান,সন্ত্রাসীদের অবস্থা দেখে তার বোন আয়েশা বেগম চরম আতংকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এ কারণে তার স্বামীর অপহরণ ঘটনার সময় তিনি কিছুই করতে পারেনি। মো. আলম আরো জানান, ঘটনার পর তারা পারিবারিকভাবে স্থানীয় চেয়ারম্যান ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তসলিম ইকবাল চৌধুরীকে জানিয়েছেন।

এবিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ তৌহিদ কবির জানান,তিনি ঘটনার কথা শুনে তাৎক্ষণিক চতুর্দিকে সোর্স লাগিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে কে বা কারা এ কৃষককে অপহরণ করলো তা এখনও স্পষ্ট করে তিনি বলতে পারছেন না।

 

পাঠকের মতামত: