ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

নাইক্ষ্যংছড়িতে লকডাউন শিথিলে পরিস্থিতি মনিটরিংয়ে ম্যাজিষ্ট্রেট, জরিমানা আদায়

এম হাবিবুর রহমান রনি, নাইক্ষ্যংছড়ি::

সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়িতে লকডাউন শিথিলের পর পরিস্থিতি মনিটরিং করছেন বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল হাসান। আজ সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সময়ে উপজেলা সদরে মনিটরিং করেছেন। এ সময় একটি মুদি দোকানী ও তিনটি মোটরবাইককে জরিমানা করেন তিনি।

 মনিটবিং দলে সংযুক্ত থাকা সূত্র আরো বলেন, উপজেলা প্রশাসনের তত্বাবধানে এ অভিযান চলছে।

সরকার দেশে ১০ এপ্রিল থেকে সীমিত আকারে দোকান-পাট ও মার্কেট খোলার ঘোষনার পর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে লোকজন বাড়ি থেকে বেরিয়ে আসবেন যেনতেনভাবে। দোকান-পাঠ খুলতে নির্দেশনা মানছে কিনা ইত্যকার সংশয়ে বান্দরবান জেলা প্রশাসন ১০ এপ্রিল থেকে মাঠ পর্যায়ে মনিটরিং এর জন্যে অত্র উপজেলায় পাঠানো হয় ম্যাজিষ্ট্রেটের নের্তৃত্বে এ টিমকে। তারা সোমবার সকালে অভিযান চালান

উপজেলা সদরের ঘিলাতলী,বিছামারা ও হাইস্কুলপাড়া এলাকায়। এ সময় ঘিলাতলী গ্রামের মুদি দোকানে মেয়াদোর্ত্তীণ পণ্য রাখার দায়ে নুরুল আবছারকে ৫ শত জনিমানা করা হয়।  হেলমেট ও মাস্ক না পরে মোটরবাইক চালনার দায়ে সড়ক পরিবহন আইনে ড্রাইভার জয়নাল আবেদীন,জাহাঙ্গির আলম ও ইমদাদ মিয়াকে ২ শত টাকা করে জরিমানা আদায় করা হয়। পাশাপাশি তাদেরকে সর্তকও করা হয়। এভাবে মনিটরিং টিম উপজেলা সদরের র্মামা পাড়া ও খোলা মাঠে স্থাপিত কাচাঁ বাজার পরিদর্শন করেন ।

সে সময় তারা কাঁচা মাছ ব্যবসায়ী ও  তরিতরকারী ব্যবসায়ীসহ সকলকে সর্তক করেন । বিশেষ করে  করোনা ভাইরাস মহামারী আকারে সংক্রমনের আশংকায় লকডাউন ও বাজার শিথিলের পর  সরকার নির্দেশিতবিধি গুলো অবহিত করেন সকলকে। তবে কেউ না মানলে ভবিষ্যৎ এ কঠোর অবস্থানের কথাও জানান দলটি।

 টিমের প্রধান ম্যাজিষ্ট্রেট নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, সরকার চায় জন কল্যাণ। জনগনের ¯র্^াথেই আইন প্রণয়ন ও প্রয়োগ। যারা এ আইন মানবে না তাদের বিরুদ্ধে সরকারের নির্দেশিত বিধি মতে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, ১০ এপ্রিল রোববার থেকে অভিযান শুরু হয়েছে। বাইশারীতে এ অভিযান চলে রোববার। সোমবার সদরে। মক্সঘলবার থেকে উপজেলার যেকোন হাট-বাজার অথবা মার্কেটে অভিযান চলবে। এভাবে চলতে থাকবে। যেন করোনা সংক্রমন না ছড়ায়।

পাঠকের মতামত: