ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

নাইক্ষ্যংছড়িতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা 

এম হাবিবুর রহমান রনি ,নাইক্ষংছড়ি  প্রতিনিধি।
নাইক্ষ্যংছড়িতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৩ মে ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অফিসার্স ক্লাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্হিত ছিলেন, থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মান্নানসহ জনপ্রতিনিধি, সাংবাদিক উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ও লোকজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা  নাইক্ষ্যংছড়ি উপজেলায় সীমান্তে চোরাচালান, গুম, খুন  ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনের বিষয়ে আরো আন্তরিকতার সহিত কাজ কারার আহ্বান জানান। এছাড়াও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাপক আলোচনা হয়।

পাঠকের মতামত: