ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

নাইক্ষ্যংছড়িতে প্রতিমন্ত্রীর সহধর্মীনি মেহ্লা প্রু মার্মার উদ্যোগে চিকিৎসা ক্যাম্প

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :::Camp-3
নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালায় পার্বত্য প্রতিমন্ত্রীর সহধর্মীনি মেহ্লা প্রু মার্মার উদ্যেগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারী উত্তর চাকঢালা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে শত শত স্থানীয় গরীব অসহায় জনসাধারণ বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ গ্রহণ করেন। নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মুবিনুল হক চৌধুরী, ডা: সালমান করিম খান, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তপন বড়–য়া এই ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যউচিং চাক, বান্দরবান জেলা ডেপুটি সিভিল সার্জন ডা: অংশৈ প্রু মার্মা, নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ এএইচএম তৌহিদ কবির, এসআই মনিরুল ইসলাম, বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপ পরিচালক ডা: অংছালু মার্মা, বান্দরবান সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ভানু মার্মা, নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মংহ্লা প্রু।

চিকিৎসা ক্যাম্পে বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপির সহধর্মীনি মেহ্লা প্রু প্রধান অতিথির বক্তব্যে বলেছেন- আপনারা যত ভালবাসবেন আমাদের দায়িত্ব বাড়বে। এতে এলাকার উন্নয়ন হবে। আপনাদের পাশে থেকে দায়িত্বভার নিতে চাই। বিগত পাচঁটি বার বীর বাহাদুরকে ভালবেসে এমপি নির্বাচিত করায় জনগণকে ধন্যবাদ জানিয়ে আগামী ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান তিনি।

পাঠকের মতামত: