ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

নাইক্ষ্যংছড়িতে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৫

নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা :: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৪৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের দক্ষিণ ছালামীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হল নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ছালামীপাড়ার মৃত জাকির হোসেনের ছেলে মো. সৈয়দ উল্লাহ (৫০), একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেরারমাঠ এলাকার মৃত মকবুল আহাম্মদের ছেলে ছৈয়দ আলম (৪০), মৃত আলী আহাম্মদের ছেলে মো. আবুল কাশেম (৩৫), কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের থিমছড়ি এলাকার মৃত আমীর হামজার ছেলে মো. ইব্রাহিম খলিল (৩২), কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মৃত গোলাপ হোসেনের ছেলে ছাবের আহাম্মদ (৫৫)।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা মাদক ব্যবসায়ী সেন্ডিকেট। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত: