ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

নাইক্ষংছড়িতে দিনব্যাপী নির্বাচনীয়  প্রশিক্ষণ শুরু

উপজেলা পরিষদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য বান্দরবানে নাইক্ষংছড়ি উপজেলার প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। মো: সালাউদ্দিন আল-আজাদ সহ বিভিন্ন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারগণ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই প্রশিক্ষণে ২৮ জন প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, ১৩৬ জন পোলিং কর্মকর্তাসহ মোট ২৭৩ জন সহ মোট ৪৩৭ জন এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। কর্মশালায় জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন সকল কর্মকর্তাকে সুষ্ঠভাবে ভোট গ্রহণে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন এবং ভোট কেন্দ্রে যাতে কোন অপ্রীতিকর
পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য সবাইকে সজাগ থাকার আহবান জানান।
জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসের তথ্যমতে।
আগামী ২১মে বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত: