ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

নদী দখলকারী হওয়ায় শাপলাপুর ইউপি নির্বাচনে আবদুল খালেককে হাইকোর্টের অযোগ্য ঘোষণা

স্টাফ রিপোর্টার ::  তালিকাভূক্ত নদী দখলকারীহওয়ায় মহেশখালী উপজেলারশাপলাপুর ইউপি নির্বাচনে নৌকাপ্রতীকের প্রার্থী আবদুল খালেকঅযোগ্য ঘোষনা করেছেনহাইকোর্ট। বুধবার এক রিটআবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীও বিচারপতি খন্দকারদিলুরুজ্জামানের সমন্বয়ে গঠিতবেঞ্চ এই নির্দেশ দেন।

রিটকারির আইনজীবী জগলুলহায়দার আফ্রিক বিষয়টি নিশ্চিতকরে জানান, তালিকাভুক্ত নদীদখলকারীদের এরইমধ্যে সবধরণের নির্বাচনের অযোগ্য ঘোষণাকরেছেন উচ্চ আদালত। আবদুলখালেকও একজন তালিকাভুক্তনদী দখলকারী। তারপরও নির্বাচনকমিশন শাপলাপুর ইউপি নির্বাচনেতাকে বৈধ প্রার্থী ঘোষণা করে।এতে উচ্চ আদালতের নির্দেশনাঅমান্য হয়েছে অভিযোগ তুলেআওয়ামীলীগ মনোনীত প্রার্থীআবদুল খালেকের প্রার্থীতা বাতিলচেয়ে রিট পিটিশনটি দায়েরকরেন শাপলাপুর ইউনিয়নেরবর্তমান চেয়ারম্যান নুরুল হক।আদালত শুনানি শেষে আবদুলখালেকের প্রার্থীতা বাতিলকরেছেন। আদালতের এইআদেশের মধ্য দিয়ে নদী দখলেরঅভিযোগে দেশে এই প্রথম কোননির্বাচনে প্রার্থীর প্রার্থীতা বাতিলেরঘটনা ঘটল।

প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারীবিচারপতি মইনুল ইসলাম চৌধুরীও বিচারপতি মো. আশরাফুলকামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টবেঞ্চ এক রায়ে নদী দখলেঅভিযুক্ত ব্যক্তি সব ধরনেরনির্বাচনে অযোগ্য ঘোষনা দেন।একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি কোনোব্যাংক থেকে ঋণও পাবেন নাবলেও নির্দেশনা দেয়া হয় রায়ে। এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচনকমিশন এবং বাংলাদেশ ব্যাংককেনির্দেশ দিয়েছিলেন আদালত।

আগামী ১২ ডিসেম্বর মহেশখালীউপজেলার শাপলাপুর ইউনিয়নপরিষদের সাধারন নির্বাচনঅনুষ্ঠিত হবে। ইতিমধ্যে গত ২৫নভেম্বর বৈধ প্রার্থীদের প্রতীকবরাদ্দ দেয়া হয়। এ নির্বাচনেচেয়ারম্যান পদে নৌকা প্রতীকেআবদুল খালেক, আনারস প্রতীকেসালাহ উদ্দিন হেলালী কমলসহমোট ১৬ জন প্রার্থী লড়ছেন।

পাঠকের মতামত: