ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

ধ্বংস করা হলো বান্দরবানের দুর্গম এলাকার পপি বাগান

অনলাইন ডেস্ক ::

মিয়ানমার সীমান্ত সংলগ্ন বান্দরবানের থানছি ও রুমা এলাকায় নিষিদ্ধ পপি বাগানের সন্ধান পেয়েছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসব পপি বাগান পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়েছে।

থানছি উপজেলার তিন্দু ইউনিয়নের দুর্গম ম্রোংখ্যয় পাড়ার কাছে পাহাড়ি ঝিড়ি এলাকায় পপি বাগানের খবর পেয়ে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে তা পুড়িয়ে ধ্বংস করে দেয়।

বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় অভিযান চালায় বলিপাড়া ৩৮ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা। শুক্রবারও সেখানে আরো পপি বাগানের খোঁজে অভিযান চালিয়েছে বিজিবি।

স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবি সূত্র জানায়, সাঙ্গু নদী পথে তিন্দু এলাকার দুর্গম পাহাড়ি ঝিড়িতে প্রায় ৫ শ বর্গফুটের একটি পপি বাগানের খোঁজ পায় বিজিবির সদস্যরা। সেখানকার বিপথগামী কিছু পাহাড়ি লাভের আশায় দুর্গম পাহাড়ি ঝিড়ির কাছে পপি চাষ করে। পরে খবর পেয়ে বিজিবির সদস্যরা ওই এলাকায় অভিযান চালায় এবং পপি বাগানটি পুড়িয়ে ধ্বংস করে দেয়।

তবে পপি চাষে জড়িত কাউকে খুঁজে পাওয়া যায়নি।

এদিকে, রুমা উপজেলার বগামুখ পাড়ার কাছে ছোট একটি পপি বাগান ধ্বংস করেছে সেনাবাহিনীর রুমা জোনের সদস্যরা।

বলিপাড়া বিজিবির ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাবিবুল হাসান জানান, পপি বাগানের খোঁজ পাওয়ার পরই সেখানে অভিযান চালানো হয়। একটি বাগান পুরো ধ্বংস করার পর সেখানে আরো কোনো পপি বাগান আছে কি না তা খুঁজে দেখা হচ্ছে।

পাহাড়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক চাষ এবং চোরাচালান বন্ধে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান জোরদার করেছে বলেও ওই কর্মকর্তা জানিয়েছেন।

এলাকার তিন্দু মৌজার হেডম্যান প্রাইংচং খুমি জানান, পাহাড়ি ঝিড়ির কাছে কে বা কারা পপি চাষ করেছে তা তারা জানেন না। বিশেষ করে, লোকজনের যাতায়াত নেই এমন জায়গায় পপি চাষ করা হয়। পরে এগুলো থেকে রস সংগ্রহ করে আগুনে জাল দিয়ে পপি উৎপাদন করা হয়। সীমান্ত পথে পাচারের পাশাপাশি স্থানীয় বয়স্করাও শরীরে শক্তি জোগাতে পপি খেয়ে থাকে। পপি চাষ লাভজনক হওয়ায় এখনো অনেকেই পাহাড়ের দুর্গম জায়গায় চাষ করে থাকে।

তবে নিরাপত্তা বাহিনীর অভিযানের কারণে পপি চাষ আগের তুলনায় অনেকাংশে কমে এসেছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

প্রসঙ্গত, মিয়ানমারের সীমান্তবর্তী বান্দরবানের সাঙ্গু রিজার্ভ ফরেস্টের দুর্গম ও জনমানবহীন পাহাড়ি এলাকায় কিছু বিপদগামী পাহাড়ি প্রতিবছর লাভজনক নিষিদ্ধ পপি চাষ করে আসছে। উৎপাদিত পপি পার্শ্ববর্তী মিয়ানমারে পাচার করা হয়ে থাকে।

পপির সবচেয়ে বড় ক্রেতা মিয়ানমার। তবে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীর অভিযান বেড়ে যাওয়ায় এখন পপি চাষ কমে এসেছে। প্রতিবছরই মিয়ানমার সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।

উল্লেখ্য, আফিম বা পপির ইংরেজি হলো Opium poppy। এর বৈজ্ঞানিক নাম Papaver somniferum। তবে সব পপি ফুল থেকে মাদক দ্রব্য তৈরি হয় না।

ফল যখন পরিপক্ব হয় তখন ব্লেড দিয়ে ফলটির গায়ে গভীর করে আঁচড় দেওয়া হয়। এর ৫ থেকে ৬ ঘণ্টা পর ফল থেকে যে কষ বের হয় তা হলো আফিমের কাঁচামাল।

এর পর বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় অন্যান্য উপজাত জৈব রাসায়নিক দ্রব্য বানানো হয়। এটি থেকে হেরোইন ছাড়াও মরফিন পাওয়া যায়, যা মাদক ছাড়াও ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। পরিবর্তন

পাঠকের মতামত: